ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় শিশু-কিশোরদের সাইকেল উপহার

প্রকাশিত: ২১:৪৩, ১ মার্চ ২০২৫

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় শিশু-কিশোরদের সাইকেল উপহার

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা গ্রামে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় ২১ জন শিশু-কিশোরকে বাইসাইকেল ও ২৯ জনকে অন্যান্য উপহার প্রদান করা হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে পূর্ব চরবাটা ইউনিয়নের হাজী আব্দুর রশিদ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. সিয়াম বলেন, "এ প্রতিযোগিতা আমাদের নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।"

এই উদ্যোগের সমন্বয়ক পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, শিশু-কিশোরদের নিয়মিত নামাজে আগ্রহী করে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ২৩ জনকে সাইকেলসহ অন্যান্য উপহার প্রদান করা হয়েছে।

হাজী আব্দুর রশিদ জামে মসজিদের খতিব ও চরবাটা ইসমাইলিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মো. ফয়েজ উল্যাহ বলেন, "এ ধরনের উদ্যোগ সমাজের প্রতিটি এলাকায় গ্রহণ করা হলে শিশু-কিশোররা নামাজে অনুপ্রাণিত হবে। পাশাপাশি সমাজ থেকে অন্যায়, অপরাধ প্রবণতা ও কিশোর গ্যাং সংস্কৃতি কমে আসবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোনায়েম খান এবং সঞ্চালনা করেন চরবাটা মহিলা মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক মহিব উল্যাহ। এতে আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা আহছান উল্যাহ, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন, চরবাটা ইসমাইলিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসেন, ব্র্যাক ব্যাংক মাইজদী শাখার ব্যবস্থাপক সাইদুজ্জামান সুজন, চরজব্বার রাব্বানী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা দাউদ হোসাইন, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমান, চরবাটা রামগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ এনামুল হক, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ, ও ছমির হাট আল ফালাহ একাডেমির শিক্ষক নেয়ামত উল্যাহ।

আসিফ

×