ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

রমজানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বস্তিতে সেনা অভিযান

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী

প্রকাশিত: ২১:৩১, ১ মার্চ ২০২৫; আপডেট: ২১:৩২, ১ মার্চ ২০২৫

রমজানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বস্তিতে সেনা অভিযান

রমজান এবং ঈদ সামনে রেখে শনিবার টঙ্গী বাজার মাজার বস্তিতে যৌথবাহিনীর অভিযান। (ছবি: জনকণ্ঠ)

শনিবার রাতে টঙ্গী বাজারের মাজার বস্তিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে সাতজনকে আটক ও বেশ কিছু মাদক উদ্ধার করা হয়েছে।

মাদক ব্যবসায়ী, ডাকাত ও ছিনতাইকারীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই এলাকায় রমজান ও ঈদকে সামনে রেখে অভিযান চালানো হয়।

রাতে স্থানীয় সেনাবাহিনীর একটি দল বস্তির চারপাশ ঘিরে ফেলে এবং ঘরে ঘরে তল্লাশি চালায়। অভিযান চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়।

অভিযানে থাকা এক সেনা কর্মকর্তা জনকণ্ঠকে জানান, “রমজান জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এমন আকস্মিক অভিযান পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষকে শান্তিতে রাখতে পুরো রমজান মাসজুড়ে অপরাধপ্রবণ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এম.কে.

×