ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

অর্ধশতাধিক ড্রেজার আটকের পরও থামেনি অবৈধ বালু উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ১৯:২৩, ১ মার্চ ২০২৫

অর্ধশতাধিক ড্রেজার আটকের পরও থামেনি অবৈধ বালু উত্তোলন

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পাহাড়ি ছড়া ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এক মাসের অভিযানে ৬৫টি ড্রেজার মেশিন ও প্রায় ১০ হাজার ফুট পাইপ জব্দ করা হয়েছে। তারপরও পরিবেশ বিধ্বংসী পন্থায় বালু ও মাটি উত্তোলন থামছে না। সবশেষ মঙ্গলবার উপজেলার গাজীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২০টি ড্রেজার ও প্রায় ৪ হাজার ফুট পাইপ জব্দ করে উপজেলা প্রশাসন। আগেরদিন সোমবার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও থেকে আটক করা হয়েছিল ১৫টি ড্রেজার ও ৩ হাজার ফুট পাইপ।

এছাড়া গেল একমাসে শানখলা ইউনিয়নের গাধাছড়া থেকে ১০টি ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ, দারাগাঁও এলাকায় করাঙ্গী নদী থেকে ৫টি মেশিন ও এক হাজার ফুট পাইপ এবং উবাহাটা এবং করিমপুর এলাকা থেকে ১৫টি ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ জব্দ করা হয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব এসব অভিযান পরিচালনা করেছেন।

অভিযোগ রয়েছে, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধের অভিযান শেষ করে প্রশাসনের কর্মকর্তারা চলে যাওয়ার পরই পুনরায় ঘটনাস্থলে মেশিন স্থাপন করে প্রভাবশালী চক্র। ফলে বন্ধ হচ্ছে না পরিবেশ বিধ্বংসী পন্থায় বালু ও মাটি উত্তোলন। অনেক স্থানে বালু মহালের ইজারা বহির্ভুত এলাকা থেকে বালু তুলে নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব বলেন, আমাদের নিয়মিত কাজের পাশাপাশি প্রতিদিনই কোথাও না কোথাও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। চুনারুঘাটের বড় সমস্যা বালু উত্তোলন। কেউ কেউ ইজাদার হয়েও নির্ধারিত মহাল বাদ দিয়ে অন্য স্থানের বালু উত্তোলন করেন। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

তিনি আরও বলেন, গত এক মাসের অভিযানে ৬৫টি ড্রেজার মেশিন এবং প্রায় ১০ হাজার ফুট পাইপ আটক করে বিনষ্ট করা হয়েছে।

আসিফ

×