ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

সোনারগাঁয়ে জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ

সোনারগাঁও সংবাদদাতা, সোনারগাঁও নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৯, ১ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ

ছ‌বি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সনমান্দি ইউনিয়ন শাখার ব্যানারে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সোনারগাঁ উপজেলার মামুদ্দী গ্রামের শতাধিক পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১ মার্চ) বিকেলে রেমিটেন্স যোদ্ধা মালায়েশিয়া প্রবাসী সোহানুর রহমান সবুজের আয়োজনে মামুদ্দী গ্রামে তার নিজ বাড়িতে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনমান্দি ইউনিয়ন শাখা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মুমিন। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ইসলামি এডুকেশন সোসাইটির পরিচালক, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, "আমরা সংগঠনের উদ্দ্যোগে সামান্য ইফতার সামগ্রী নিয়ে সোনারগাঁবাসির পাশে দাড়াতে পেরে নিজের কাছে ভালো লাগলো।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জামায়াত নেতা সাখাওয়াত হোসেন, এডভোকেট সাইফুল ইসলাম, মুফতি মাওলানা ফেরদৌস, গ্রাম প্রধান আশরাফুর রহমান ও সিকান্দার বাদশা প্রমুখ।

আবীর

×