ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

গফরগাঁওয়ে  ট্রেনের ইঞ্জিন বিকলে যাত্রীদের দুর্ভোগ

নিজস্বসংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ১৭:৩৫, ১ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৩৬, ১ মার্চ ২০২৫

গফরগাঁওয়ে  ট্রেনের ইঞ্জিন বিকলে যাত্রীদের দুর্ভোগ

ছবি: দৈনিক জনকণ্ঠ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। এতে ঢাকা -ময়মনসিংহ রেলযোগে বন্ধ হয়ে  যায়। পরে প্রায় ১ ঘন্টা পর রেলযোগাযোগ সচল হয়। ভোগান্তিতে পড়েছে ট্রেনটিতে ভ্রমন করা যাত্রীরা। 

শনিবার (১ মার্চ)  দুপুরে  গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। 

গফরগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী মাষ্টার মোস্তফা কামাল ঘটনা সত্যতা নিশ্চিত করে তিনি বলেন ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে  আউটার এলাকায় ইঞ্জিনে সমস্যা  দেখা দেয়। এতে ঢাকা -ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ হয়ে। পরে ট্রেনটি পুশব্যাক করে স্টেশনে নিয়ে আসলে  ঢাকা -ময়মনসিংহ রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

গোলাম মোস্তফা আর ও বলেন   ট্রেনটি গফরগাঁও  রেলওয়ে স্টেশনের দুই নাম্বার লাইনে দাঁড়নো আছে। ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসলে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যাবে।

মুহাম্মদ ওমর ফারুক/শেখ আব্দুল আওয়াল 

×