ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

স্বামী-স্ত্রী মোবাইলে ঝগড়া

স্বামীর বাড়ি থেকে স্ত্রীর লাশ উদ্ধার

আবিদুর রহমান নিপু,ফরিদপুর

প্রকাশিত: ১৫:১৫, ১ মার্চ ২০২৫

স্বামীর বাড়ি থেকে স্ত্রীর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় স্বামী-স্ত্রী মোবাইলে ঝগড়ার জের ধরে স্বামীর বাড়ি থেকে স্ত্রী হাজেরা বেগমের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) সকালে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা স্বামীর বাড়ি থেকে লাসটি উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি ময়না তদন্তর জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সে ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের কাসেম মুন্সীর মেয়ে হাজেরা বেগম (২৫)। স্বামী
নুরুল আলম মুন্সি দীর্ঘদিন ধরে মালেশিয়া অবস্থান করছে।

এ ঘটনায় গ্রামবাসী জানায়, বাবনকান্দা গ্রামের নুর আলম মুন্সির সাথে গঙ্গাদরদী গ্রামের হাজেরা বেগমের সাথে প্রায় ১০ বছর আগে বিবাহ হয়। প্রথমদিকে তাদের সংসার ভালোভাবে কাটলেও পরে পারিবারিক ভাবে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসে। শুক্রবার রাতে স্বামী স্ত্রী তারা ২জন মোবাইলে ঝগড়া করে। এরপর হাজারে বেগম তার দুই সন্তান নাজমুল ও রহিমাকে নিয়ে তার ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ছেলে নামজুল ঘুম থেকে উঠে তার মা আড়ার সাথে জুলতে দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোক এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই আফজাল হোসেন বলেন, শনিবার সকালে সংবাদ পেয়ে বাবনকান্দা গ্রাম থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতনের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করি। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

আসিফ

×