ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

মাদারীপুরে ডাকাতের গুলিতে আহত ৫, একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ১৩:০০, ১ মার্চ ২০২৫; আপডেট: ১৩:৫৯, ১ মার্চ ২০২৫

মাদারীপুরে ডাকাতের গুলিতে আহত ৫, একজনের অবস্থা আশঙ্কাজনক

সংগৃহীত

মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের  রাজারহাট গ্রামে ডাকাতের গুলিতে পাঁচজন আহত। আহতরা সবাই মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি। একজনের অবস্থা আশঙ্কাজনক। রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ১.আবুল কালাম সরদারের ছেলে সালাউদ্দিন সরদার (৩৫), ২. আব্দুর রহমান সরদারের ছেলে দুলাল সরদার (৩৫), ৩. আব্দুল হালিম ফরাজীর ছেলে সায়েম ফরাজী (১৮), ৪. আব্বাস সরদারের ছেলে অনিক সরদার (১৪)। এরা সবাই মাদারীপুর সদরের খোজপুর ইউনিয়নের রাজারহাট এলাকার বাসিন্দা। এছারাও গুলিতে আহত হন বরগুনা সদরের কদমতলা এলাকার আজিজ মোল্লার ছেলে হেলাল মোল্লা (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের রাজারহাট এলাকায় কৃত্তীনাশা নদীতে স্পিডবোডে করে বালুর ট্রলারে ডাকাতি করতে আসে একদল ডাকাত। এ সময় বালুর টলারের লোকজনের চিৎকারে গ্রামবাসী ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতরা তাদের বিপদ টের পেয়ে গ্রামবাসীর উপরে গুলি চালায়। তখন পাঁচজন গ্রামবাসী ডাকাতের গুলিতে গুরুতর আহত হয়। ডাকাতরা এই সুযোগে কৃত্তীনাশা নদী দিয়ে দ্রুতগতিতে স্পিডবোট চালিয়ে শরীয়তপুরের দিকে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। 

আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে  আহত হেলাল মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকি চারজন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান জানান, "স্পিডবোট যোগে  একদল ডাকাত সদর উপজেলার রাজারহাট এলাকায় বালুর নৌকায় ডাকাতি করতে আসে। এ সময় স্থানীয়রা ডাকাতদের ধাওয়া করলে  ডাকাতরা স্থানীয়দের উপরে গুলি বর্ষণ করে। এ সময় পাঁচজন গ্রামবাসী আহত হয়। ডাকাতরা স্পিডবোট যোগে দ্রুত শরীয়তপুরের দিকে পালিয়ে যায়।  আহতরা চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।" 

ইমরান

×