ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

কমলগঞ্জে পুরো রমজানজুড়ে বাজার মনিটরিং চলবে

আইন না মানলে শুধু জরিমানা নয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এসিল্যান্ড

আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ

প্রকাশিত: ০১:৪১, ১ মার্চ ২০২৫

আইন না মানলে শুধু জরিমানা নয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এসিল্যান্ড

ছবি : জনকণ্ঠ

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডি. এম. সাদিক আল শাফিন বলেছেন রমজান এলে সাধারণ মানুষকে ঠকানোর প্রবণতা বাড়ে। কিন্তু এবার উপজেলা প্রশাসন আগে থেকেই প্রস্তুত রয়েছে। তিনি বলেন, এটা একদিনের অভিযান নয়। পুরো রমজানজুড়ে বাজার মনিটরিং চলবে। প্রতিটি দোকানে নিয়ম মানার বাধ্যবাধকতা আছে। যদি কেউ আইনের তোয়াক্কা না করে, তাহলে কেবল জরিমানা নয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রমজান এলেই বাজারে পণ্যের মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকটসহ নানা সমস্যা বৃদ্ধি পায়। তবে এবার আগেভাগেই বাজার নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে কমলগঞ্জ উপজেলা প্রশাসন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দোকানে মূল্য তালিকা সংরক্ষণ না করা, অপরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি এবং বাজারের সার্বিক শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি না করার লক্ষে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি রয়েছে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডি.এম. সাদিক আল শাফিন।

স্থানীয় ভুক্তভোগিরা জানিয়েছেন, অনেক দোকানে এখনো মূল্য তালিকা নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। মাছ, মাংস ও কাঁচা বাজারে ব্যাপক মূল্য পার্থক্য দেখা যাচ্ছে। কিছু ব্যবসায়ী পণ্যের মজুদ বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। অপরিষ্কার পরিবেশে খাবার বিক্রি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

ভানুগাছ বাজার এলাকার সাবেক ব্যবসায়ী কামাল মিয়া বলেন, শুধু প্রশাসন অভিযান চালালে হবে না, ভোক্তাদেরও সচেতন হতে হবে। যদি কোনো ব্যবসায়ী অতিরিক্ত দাম নেয়, নোংরা পরিবেশে খাদ্য বিক্রি করে বা মূল্য তালিকা না রাখে, তাহলে সঙ্গে সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করা উচিত।

এদিকে, স্থানীয় ব্যবসায়ী সমিতি প্রশাসনের অভিযানের পর নড়েচড়ে বসেছে। তারা জানিয়েছে, ব্যবসায়ীদের সচেতন করতে প্রচার-প্রচারণা চালানো হবে এবং বাজারের শৃঙ্খলা রক্ষায় সমিতির পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে।

সাধারণ ক্রেতারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। বাজার করতে আসা এক ভোক্তা বলেন, রমজানের সময় সবকিছুর দাম অযৌক্তিকভাবে বেড়ে যায়। প্রশাসনের এই অভিযান নিয়মিত হওয়া দরকার। একদিনের অভিযানে কোনো পরিবর্তন হবে না।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, ক্রমান্নয়ে উপজেলার প্রত্যেকটি বাজারে অভিযান পরিচালনা করা হবে যাতে কোন ব্যবসায়ী পণ্যের মজুদ বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে,রমজান মাসকে সামনে রেখে কেউ যাতে পণ্যের অতিরিক্ত মূল্য না রাখতে পারে এবং ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রী করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।

বাজার মনিটরিং এর সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান,বাজার মনিটরিং কমিটির সদস্য সাংবাদিক সালাহউদ্দিন শুভ প্রমূখ।

মো. মহিউদ্দিন

×