ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

পাওনা টাকা চাইতে গিয়ে গরুর মাংস কাটার চাপাতির কোপে যুবক নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস।

প্রকাশিত: ০০:৫২, ১ মার্চ ২০২৫

পাওনা টাকা চাইতে গিয়ে গরুর মাংস কাটার চাপাতির কোপে যুবক নিহত

খুলনায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে নিহত হয়েছেন এক যুবক। নিহত আরিফ হোসেন (২৬)  নগরীর ইকবাল নগর এলাকার আলী হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।  

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে  ওপর হামলা চালানো হয়। পরে রাত পৌনে ১০টার দিকে  নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।

ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শাহীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনের নাম পাওয়া যায়নি।

নিহতের খালাতো ভাই মেহেদী হাসান অনিক বলেন, “সেনের বাজারে গরুর মাংস বিক্রেতা জুয়েল ও রুবেলের কাছে আমি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ৬ লাখ টাকা পাবো। এই টাকা আজ শুক্রবার সন্ধ্যায় মিটানোর কথা। আমি আরিফ হোসেনকে সঙ্গে নিয়ে টাকা আনতে গেলে তারা প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে গরুর মাংস কাটার চাপাতি নিয়ে আমাদের উপর আক্রমণ করে। এ সময় জুয়েল ও রুবেলের সঙ্গে তার চাচা আজিজ যোগ দেয় তাদের এলোপাতাড়ি কোপছ আরিফ হোসেন রক্তাক্ত জখম হয়। এই ঘটনা ঠেকাতে এলে আরো দুজন আহত হয় পরক্ষণে আরিফকে আমরা নগরী সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। রাত দশটার পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।”

এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাহফুজুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। আরিফের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

নুসরাত

×