ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি

প্রকাশিত: ২১:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব হয়েছে। শুক্রবার সকালে উৎসবকে কেন্দ্র করে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেতে ওঠে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
উৎসবকে কেন্দ্র করে বর্ণিল সাজে সরকারি মহিলা কলেজের প্রত্যেক বিভাগের নিজ নিজ ব্যবস্থায় বসে পিঠা স্টল। বাঙালি ঐতিহ্যের ভাপা, চিতই, পাটিসাপটা, নকশা, পাকন, ফুল, দুধপুলি ও চন্দ্রপুলিসহ অর্ধশতাধিক পিঠার পসরা সাজিয়ে বসেছেন কলেজের শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দল বেঁধে আড্ডায় ব্যস্ত ছিল। কলেজের গুরুত্বপূর্ণ জায়গা ছিল নবীনের দখলে।  খাগড়াছড়ি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মেহেরুন্নেছা বেগম জানান, মূলত সহশিক্ষা কার্যক্রমের একটা অংশ হিসেবে আজকের এই আয়োজন। নবান্নের পিঠা খাওয়ার  প্রথা যুগ যুগ ধরে প্রচলিত। এটি মূলত ঐতিহ্যের অংশ। বসন্তকে বরণ আর সাথে পিঠা খাওয়া। পড়াশোনার পাশাপাশি সবার বিনোদনের প্রয়োজন ছিল  প্রতি বছর এ কলেজে বসন্ত ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে থাকে।

×