ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারেরপ্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ২১:১৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারেরপ্রতিবাদে বিক্ষোভ

গাজীপুর : বাসন ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুরে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করতে মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের বিরুদ্ধে অপপ্রচারকারী ছাত্র নামধারী বহিরাগত পতিত স্বৈরাচারীর দোসর ও কুৎসা রটনাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মহানগরীর বাসন থানার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রথমে মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গেট এলাকায় জড়ো হয়। পরে একটি বিশাল মিছিলসহ নেতাকর্মীরা চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের সামনের সড়কে গিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। ওই সমাবেশে সভাপতিত্ব করেন বাসন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন বাসন থানার ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিদ তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজ উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক হাজী লিটন মিয়া, প্রচার সম্পাদক অ্যাডভোকেট সোহেল রানা, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, শ্রমিক দলনেতা নুরুল ইসলাম সানি, যুবদল নেতা জাহিদ হাসান, ছাত্রদল নেতা শামীম আহমেদ, আব্দুল মান্নান, জাকারিয়া হাসান অনিক প্রমুখ।

×