ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

শান্ত নদীতে হঠাৎ কুমিরের ঝাঁক, আতঙ্কিত মানুষ!

প্রকাশিত: ২০:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

শান্ত নদীতে হঠাৎ কুমিরের ঝাঁক, আতঙ্কিত মানুষ!

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবা মাজারাই ইউনিয়নের কেউ গ্রাম মোহনার ঘাটে গড়াই নদীতে হঠাৎ করেই একাধিক কুমিরের দেখা মিলছে।

স্থানীয়দের দাবি, প্রায় এক মাস ধরে এ নদীতে এক বা একাধিক কুমির ঘুরে বেড়াচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

সম্প্রতি পানির স্তর নেমে যাওয়ায় নদীর তীরের কাছেই বিশাল আকৃতির কুমিরগুলোকে দেখা যাচ্ছে। পাঁচ-ছয় হাত লম্বা এই কুমিরগুলোর ভয়ঙ্কর দাঁতওয়ালা চোয়াল বের করে নদীতে ভেসে থাকার দৃশ্য যে কারও হৃদয়ে কাঁপন ধরিয়ে দেবে।

স্থানীয়দের অভিযোগ, আতঙ্কের কারণে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। নদীতে গরু-ছাগল নামানো যাচ্ছে না, এমনকি গোসল করতেও ভয় পাচ্ছেন গ্রামবাসীরা।

এমন পরিস্থিতিতে উৎসুক জনতা নদীর পাড়ে ভিড় জমাচ্ছেন কুমির দেখার জন্য। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করছেন। তবে আতঙ্কের মাত্রা এতটাই বেড়েছে যে, এলাকাবাসী দ্রুত কুমিরগুলোর উদ্ধার ও নিরাপদ স্থানে স্থানান্তরের দাবি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছে। ইতোমধ্যে বন বিভাগকে ব্যবস্থা নিতে লিখিত নির্দেশনা দিয়েছেন পাংশা উপজেলার নির্বাহী কর্মকর্তা।

তিনি জানান, কুমিরগুলোকে উদ্ধার করে বড় নদীতে অবমুক্ত করতে এক্সপার্ট টিম আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনে খুলনা বা ঢাকা চিড়িয়াখানার বিশেষজ্ঞদের সহায়তায় কুমিরগুলোকে ধরে সরিয়ে ফেলা হবে।

সম্প্রতি মাদারীপুরের আরিয়াল খাতেও এক ঝাঁক কুমিরের দেখা মিলেছিল। এবার গড়াই নদীতেও একই চিত্র দেখা যাচ্ছে। এতে স্থানীয়রা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন, স্থবির হয়ে পড়েছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা।

দ্রুততম সময়ের মধ্যে কুমিরগুলোর নিরাপদ স্থানান্তরের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তারা।

ভিডিও দেখুন: https://youtu.be/iOnuiRuNmUk?si=ZgS5l3sFBIDTOoHU

এম.কে.

×