ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

চাঁদা না পেয়ে তরমুজ লুট করল বিএনপি নেতা, প্রতিবাদে উত্তাল বাউফল

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

চাঁদা না পেয়ে তরমুজ লুট করল বিএনপি নেতা, প্রতিবাদে উত্তাল বাউফল

বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে এক তরমুজ চাষীর কাছ থেকে চাঁদাদাবি ও তরমুজ লুটের ঘটনায় জড়িত উপজেলার নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এনায়েত খানের বিরুদ্ধে  বিক্ষোভ করেছে স্থানীয়রা। আজ শুক্রবার শতাধিক নারী পুরুষ  এ বিক্ষোভ করেন। 

জানা গেছে, গত মঙ্গলবার (২৫ ফ্রেবুয়ারি) চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব এলাকার তরমুজ চাষী মো. মানিক ব্যাপারী ৮৬০ পিস তরমুজ  ট্রলারে করে বরিশাল মোকামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। 

এমন সময় পার্শ্ববর্তী নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারন  সম্পাদক এনায়েত মেম্বারের ছেলে  সাইফুল ইসলাম দলবল নিয়ে এসে ট্রলার চালককে মারধর করে ট্রলার ছিনিয়ে নিমদী লঞ্চঘাট এলাকায় নিয়ে যায়। চাষী মানিক ট্রলার ফিরিয়ে আনতে গেলে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবী করেন সাইফুল। চাঁদার টাকা না দেওয়ায় তাকে  (চাষী মানিক) মারধর করে অন্য ট্রলারে করে তরমুজ লুট করে নিয়ে যায়। পরে ৫ হাজার টাকার বিনিময়ে ট্রলার ছাড়িয়ে আনেন চাষী মানিক।

এ ঘটনায় গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চাষী মানিক বাদী হয়ে নাজিরপুর  ইউনিয়ন  বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত খান ( সাবেক মেম্বার),তার ছেলে   সাইফুল  ইসলামসহ ৪ জনের নামে বাউফল থানায় মামলা করেন।

 ওই রাতেই পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাইফুল নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২১ সালে তাকে বহিষ্কার করেন উপজেলা ছাত্রদল।

মামলার বাদী মানিক অভিযোগ করে বলেন, বিএনপি নেতা এনায়েত খান মামলা তুলে নিতে  বলে। মামলা তুলে না নিলে ঘর থেকে তুলে নিয়ে মেরে লাশ ভাসিয়ে দেয়া হবে বলে হুমকি দেয়।

এবিষয়ে অভিযুক্ত  বিএনপি নেতা এনায়েত খান বলেন,  মামলার বাদীকে হুমকি দেয়ার প্রশ্নই আসে না। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মো. মজিবুল হক বলেন, একজন আসামীকে গ্রেপ্তার করে ইতিমধ্যে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার বাদী অব্যশই ন্যায় বিচার পাবেন। বাদীকে  মামলা তুলে নেয়ার হুমকি দিলে তিনি বিষয়টি লিখিত ভাবে জানালে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আশিক

×