ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিজয়ী বিএনপি প্যানেল

মোঃ মোখলেছুর রহমান, নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

প্রকাশিত: ১৪:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৫:০১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিজয়ী বিএনপি প্যানেল

ছবি: সংগৃহীত

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির এক বছর (২০২৫-২০২৬ ইং) মেয়াদের কার্যনির্বাহী কমিটির ৯ টি পদের নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নির্বাচিতরা হলেন- সভাপতি পদে পৌর বিএনপি সভাপতি মো. হুমায়ুন কবির। তিনি ভোট পেয়েছেন ২২১। তার প্রতিদ্বন্দী জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মো. নাজমুল আহসান পেয়েছেন ১৩৭ ভোট। সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক শরীফ মো. সালাহ উদ্দিন। সহ-সভাপতি পদে ২৩৯ ভোটে নির্বাচিত হয়েছেন বিএনপি পন্থী এ্যাড. মো. মিজানুর রহমান পিকু। তার প্রতিদ্বন্দী প্রার্থী জামায়াত পন্থী এ্যাড. আলহাজ্ব মো.মজিবুর রহমান (৪) পেয়েছেন ১২৮ ভোট। সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আশিকুর রহমান তুষার। তিনি ভোট পেয়েছেন ২৬২। অপর নির্বাচিত সহ-সাধারন সম্পাদক হয়েছেন হুমায়ুন কবির (৬)। তিনি ভোট পেয়েছেন ১৯৩। লাইব্রেরী সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন মো. মুজিবুল হক বিশ্বাস রানা।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আরিফুর রহমান রিয়াজ। তিনি ভোট পেয়েছেন ২৬৩। তার প্রতিদ্বন্দী জামায়াতের এ্যাড.মো. আবু সাঈদ খান পেয়েছেন ১০৪ ভোট। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন রোমান। তিনি ভোট পেয়েছেন ২৮০। অপর নির্বাচিত সদস্য মারিয়াম আহমেদ পেয়েছেন ২৫২ ভোট। তাদের প্রতিদ্বন্ধী জামায়াতের এ্যাড. মোহাম্মদ নজরুল ইসলাম পাটোয়ারী পেয়েছেন ১২০ ভোট।

বৃহষ্পতিবার, সমিতি ভবনে সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৫৪৯ জন সদস্য ভোটারের মধ্য ৩৯৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। ১৫৪ জন ভোটার অনুপস্থিত ছিল বলে জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিশনের চেয়ারম্যান জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. মোহসীন উদ্দীন (২) জানিয়েছেন। নির্বাচন কমিশনের অপর দুইজন সদস্য ছিলেন এ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন ও এ্যাড.আ.ত.ম.বদিউজ্জামান।

উল্লেখ্য, ভোট গণনার মাঝামাঝি সময় উক্ত নির্বাচনের সভাপতি পদ প্রার্থী জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মো. নাজমুল আহসান তার প্যানেলের অন্যান্য পদের প্রার্থী ও সমর্থক আইনজীবীদের নিয়ে ভোট গণনা বর্জন করে ভোট গণনার কক্ষ ত্যাগ করে চলে যান। 

মায়মুনা

×