ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ওসি শফিকুলকে  থানা থেকে আটক করে ডিবি 

 আবিদুর রহমান নিপু, ফরিদপুর:

প্রকাশিত: ১১:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ওসি শফিকুলকে  থানা থেকে আটক করে ডিবি 

ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলার ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে ভাঙ্গা থানা পুলিশের সাথে কথোপকথনকালে বিষয়টি জানা গেলেও  ডিবি পুলিশের হেফাজতে নেওয়ার ঘটনার সঠিক কোন তথ্য স্থানীয় পুলিশ প্রশাসন জানাতে পারেনি।


জেলা পুলিশের অপর একটি সূত্র জানায়, ঢাকা বিভাগীয় ডিবি পুলিশের টিম ২০২৪ হবিগঞ্জের একজন পৌর বিএনপির নেতার দায়ের করা ঘটনা বহুল একটি মামলায় জিজ্ঞাসাবাদ করতে বুধবার রাতে অফিসার ইনচার্জ শফিকুল ইসলামকে থানা থেকে আটক করে রাতে ঢাকায় নিয়ে যাওয়া হয়।


এবিষয়ে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ডিবি পুলিশের হেফাজতে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জকে নিয়ে যাওয়ার ঘটনাটি তারা খতিয়ে দেখছেন। তবে কেন নেওয়া হয়েছে এখনো পরিস্কার করে কিছু বলা যাচ্ছে না. পরবর্তীতে অবশ্যই জানাতে পারবো।

উল্লেখ থাকে যে চলতি ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে ভাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন শফিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি টিম তাদের ওসি সহ ৪ পুলিশকে গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হয়।

পরে ভাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম, গাজীপুর জেলা গোয়েন্দা শাখা সাবেক পরিদর্শক ও দুই কনস্টেবল সহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিলা ইসলাম

×