ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

নেপাল থেকে বিদ্যুৎ আসবে ভারত হয়ে

প্রকাশিত: ১১:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

নেপাল থেকে বিদ্যুৎ আসবে ভারত হয়ে

ছবি:সংগৃহীত

বাংলাদেশে বিদুৎ সরবরাহের সময় জানিয়েছে নেপাল। দেশটি জানিয়েছে আগামী জুনে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। সোমবার নেপালের  এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যা নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। গতবছর বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে এ চুক্তি সাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, নেপাল প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরের সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করবে।

 

 

 

 

প্রথম ধাপে, নেপাল ভারতের ভেতর দিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় ৬ দশমিক ৪ সেন্ট (১০০ সেন্টে ১ ডলার)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে সাত টাকা।

 

 

 

 

 

ভারত সরকারের বিবৃতিতে বলা হয়, নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের মধ্যে দিয়ে বিদ্যুৎ খাতে আঞ্চলিক যোগাযোগ বাড়বে বলে আশা করা যাচ্ছে।
গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশের বানিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে নেপালের রাষ্ট্রদূত এর সচিবালয়ে বৈঠকে এ তথ্য জানানো হয়।
 

আঁখি

×