ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

সিলেটে সরকারি সড়ক নির্মাণ বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ

প্রকাশিত: ১০:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সিলেটে সরকারি সড়ক নির্মাণ বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ

ছবি:সংগৃহীত


সিলেটে সরকারি সড়ক নির্মাণ বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ

সিলেট জেলার, দক্ষিণ সুরমা উপজেলার, লালাবাজার ইউনিয়নের শাহসিকান্দার-খাজাকালু সড়ক নির্মাণাধীন থাকলেও শেষ ৬৫ মিটার সড়কের কাজ এখনো অসম্পূর্ণ। স্থানীয় এক প্রভাবশালী নেতার অহেতুক বাঁধার কারণে সড়কটির নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার কাজ শুরু করতে প্রশাসন কোনো সহযোগিতা করছে না।

সরকারি গেজেটভুক্ত এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন ৬টি গ্রামের হাজারো বাসিন্দা চলাচল করেন। বিশেষ করে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও খাজাকালু গ্ৰামের ভিতরে  কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে যাওয়া গর্ভবতী মায়েরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

২০২৩ সালে এলজিইডির তত্ত্বাবধানে সড়কটির ৩৭৫ মিটার পাকাকরণ কাজ শুরু হয়। সরকারিভাবে ৮২ লক্ষ টাকা বরাদ্দকৃত এই প্রকল্পের ৩১০ মিটার কাজ সম্পন্ন হয়। কিন্তু শেষ ৬৫ মিটার কাজ অদৃশ্য কারণে, এখনও বন্ধ রয়েছে। 
এতে স্কুলগামী ছাত্রছাত্রীদের এবং জনদুর্ভোগ বেড়ে চলেছে ।
ঐ এলাকার প্রভাবশালী ব‍্যক্তির ক্ষমতার অপব্যবহার করে রাস্তার উপর পাকা খুঁটি পুঁতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে ও স্থানীয় জনমনে অসন্তুষ্টি প্রকাশ পাচ্ছে বলে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ। স্থানীয় এলাকাবাসীর আরো অভিযোগ, রাস্তার উপরে খুঁটি পুঁতে রাখার কারণে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস এলকার ভিতরে ঢুকতে পারে না। 

স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিমত, এই রাস্তার কাজ বন্ধ হয়ে যাওয়ার কাণে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে প্রায় ২ কিলোমিটার বেশি পথ অতিক্রম করে স্কুলে যেতে হয়। বর্ষা মৌসুমে এই রাস্তা চলাচল অনুপোযোগী পড়ে। ছাত্র-ছাত্রী সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি যতো দ্রুত সম্ভব এই রাস্তার কাজ সম্পন্ন করে দেওয়ার জন্য। রাস্তার কাজ দ্রুত সম্পূর্ণ না করলে এই প্রকল্পটি বাতিল হয়ে যাবে। আর এই প্রকল্প বাতিল হয়ে গেলে আগামী কয়েক যুগে রাস্তা নির্মাণ করা সম্ভব না। স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি,  এই রাস্তার উপর থেকে পাকা খুঁটি অপসারণ করে দ্রুত রাস্তার বাকি কাজ সম্পূর্ণ করে দেওয়ার জন্য।

আঁখি

×