ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

৩ হাজার সূর্যমুখী ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশিত: ০৯:২৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৯:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

৩ হাজার সূর্যমুখী ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

ভাষা শহিদদের স্মরণে রাজশাহী কলেজ প্রাঙ্গনে প্রায় তিন হাজার সূর্যমুখী ফুলের মাধ্যমে ’অমর একুশ’ লিখে শ্রদ্ধা জানানো হয়। কৃষক মনিরুজ্জামানের উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে কলেজের প্রশাসন ভবনের সামনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ আয়োজনে ভাষা আন্দোলনের শহিদদের অবদান এবং একুশের চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।

কৃষক মনিরুজ্জামান জানান, ”সূর্যমুখী ফুলগুলো মূলত একুশে ফেব্রুয়ারি উপলক্ষে লাগিয়েছিলাম। তবে ফুলগুলো ফুটতে দেরি হওয়ায় আজকের দিনে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। আমাদের নতুন প্রজন্ম যেন উপলব্ধি করতে পারে, কেন ভাষার জন্য ছাত্ররা প্রাণ দিয়েছিলেন”।

এদিকে রাজশাহী কলেজসহ অন্যান্য শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা সম্পর্কে আরও গভীরভাবে জানার আগ্রহ প্রকাশ করে। রাজশাহীবাসীও আনন্দের সাথে পরিবার, বন্ধুবান্ধব নিয়ে দেখতে আসছেন এই ব্যতিক্রমী উদ্যোগ।

শিক্ষার্থীরা বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস ও শহিদদের অবদান সম্পর্কে নতুন করে ভাবতে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে উৎসাহিত করে। সূর্যমুখী ফুলের মাধ্যমে ’অমর একুশ’ লেখার এই অভিনব উপস্থাপনা আমাদের মধ্যে একুশের চেতনা জাগিয়ে তুলেছে। দেশের ক্রান্তিলগ্নে এমন উদ্যোগগুলো আমাদের প্রজন্মকে আরো আলোকিত করবে এবং ভাষা আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। তিনি বলেন, ”রাষ্ট্রভাষার জন্য রাজশাহী কলেজের শিক্ষার্থীদের অবদান কম নয়। ঢাকার পরেই আমরা রাজশাহীতে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম। ঢাকার রাস্তায় গুলি চললে আমরাই প্রথম এই কলেজে রাতারাতি শহিদ মিনার নির্মাণ করেছিলাম। আমাদের চাওয়া, এই শহিদ মিনারটিকে যেন দেশের প্রথম শহিদ মিনারের স্বীকৃতি দেওয়া হয়”।

প্রদর্শনীর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর মো. ইব্রাহিম আলী।

সূত্র: https://youtu.be/r2eZIWaAQ2c?si=1Kumm_P7DPpOzl7Z

মায়মুনা

×