ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

কীভাবে দেশের উপকার করা যায় সেদিকে বেশি মনযোগ দিচ্ছি: মীর স্নিগ্ধ

প্রকাশিত: ০৭:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

কীভাবে দেশের উপকার করা যায় সেদিকে বেশি মনযোগ দিচ্ছি: মীর স্নিগ্ধ

ছবি: সংগৃহীত

নিজের গ্রাজুয়েশন ডে-তে এসে আবেগে ভাসলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ। সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে এসে তিনি তার ভাই মুগ্ধকে স্মরণ করেন এবং দেশের জন্য তার আত্মত্যাগের কথা তুলে ধরেন।

স্নিগ্ধ বলেন, "৫ই আগস্টের পর থেকে আমার মানসিকতা অনেক বদলেছে। আজ আমি আমার গ্রাজুয়েশন ডে উদযাপন করছি, ভালো লাগছে। কিন্তু মুগ্ধ আজ নেই। যদি সে বেঁচে থাকতো, কিছুদিন পর সেও হয়তো আমার মতো নিজের গ্রাজুয়েশন ডে উদযাপন করতে পারতো।"

তিনি আরও বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন আন্দোলনে মুগ্ধ শহীদ হয়েছে। দেশের জন্য তার এই আত্মত্যাগ কখনো ভোলার নয়। দেশবাসী সবাই তার জন্য দোয়া করবেন।"

স্নিগ্ধ জানান, এখন তিনি সবসময় ভাবেন কিভাবে দেশের জন্য কাজ করা যায় এবং কীভাবে দেশের উপকারে আসা সম্ভব। "দেশের ভবিষ্যৎ নিয়ে এখন আমি বেশি চিন্তা করি। আমার লক্ষ্য দেশের উন্নয়নে ভূমিকা রাখা," বলেন তিনি।

সূত্র : https://youtu.be/7QrTEWfbRfg?si=Xtp1jfmNj3kyAIvf

আসিফ

×