ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

কমলগঞ্জে রমজানের আগে পর্যটকদের উপচে পড়া ভিড়

আহমেদুজ্জামান আলম,কমলগঞ্জ(মৌলভীবাজার)

প্রকাশিত: ০০:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

কমলগঞ্জে রমজানের আগে পর্যটকদের উপচে পড়া ভিড়

 


পবিত্র মাহে রমজানের আগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে সারাদেশ থেকে আগত পর্যটকেরা এসে উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভিড় করছেন।
বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার নয়নাভিরাম মাধবপুর লেক,বন্যপ্রাণীর অভয়াশ্রম খ্যাত লাউয়াছড়া জাতীয় উদ্যান ও সবুজ চা বাগানে পর্যটকের পদচারণায় মুখর ছিল। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকেরা পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন ।
কমলগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত,ক্যামেলিয়া লেক, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, শমশেরনগর গল্ফ মাঠ, শমশেরনগর বিমানবন্দর, সবুজ চা বাগানসহ অসংখ্য পর্যটন কেন্দ্র ।
উপজেলার মাধবপুর লেকে পরিবার নিয়ে ঘুরতে আসা নরসিংদীর সাদিক আব্দুলাহ বলেন, পবিত্র রমজানের আগে পরিবার নিয়ে কমলগঞ্জ ঘুরতে এসেছি। এখানে আসলে একসাথে অনেকগুলো পর্যটনকেন্দ্র দেখা যায়। যা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। 
কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু বলেন,আমরা সকল সাংবাদিক আনন্দ ভ্রমণে উপজেলার বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ,মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা ঘুরে আনন্দময় সময় কাটালাম,কমলগঞ্জের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে সরকারকে আরো বেশি উদ্যোগ গ্রহণ করতে হবে । তাহলে আরও অনেক পর্যটক আসবেন।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পুলিশ পরিদর্শক (নিঃ) মো. কামরুল হোসেন চৌধুরি বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গলে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য সবসময় ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। এখানে সারা বছর দেশ বিদেশের পর্যটক ঘুরতে আসেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি কমলগঞ্জ থানা পুলিশ কাজ করছে। পর্যটকেরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন এজন্য আমরা সবসময় কাজ করছি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, কমলগঞ্জের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। 

সাজিদ

×