ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

নদীতে ভেসে উঠছে বিশাল কুমির, দেখতে পাড়ে ভিড় করছেন উৎসুক জনতা

প্রকাশিত: ২০:০০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

নদীতে ভেসে উঠছে বিশাল কুমির, দেখতে পাড়ে ভিড় করছেন উৎসুক জনতা

ছবি: সংগৃহীত

প্রায় এক মাস ধরে, রাজবাড়ীর পাংসা উপজেলার কসবা মাজারাই ইউনিয়নের গ্রাম মোহনার ঘাটে কুমির দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকাজুড়ে। 

একজন এলাকাবাসী বলেন, আমার দশ হাত দূরে কুমির পাশে উঠেছে, আর রাস্তায় বিশাল এক কুমির। আকারে মানুষের চেয়েও বড়। নদীর তীরের কাছেই ভয়ানক দাঁতওয়ালা চোয়াল বের করে ভেসে আছে। এমন দৃশ্য দেখলে যে কারও হৃদয়ে কাঁপন ধরবে।   

অন্য একজন বলছেন, পাঁচ-ছয় হাত লম্বা! আমরা তো নদীতে গোসল করতে পারছি না! আমার খুব সমস্যা হচ্ছে। এক পা নামিয়েছি, যে মগ ভরে মাথায় পানি ঢালব—ঠিক তখনই আমার দশ হাত দূরে কুমির পাশে উঠেছে! আস্ত বিশাল এক কুমির! শরীর হিম হয়ে গেল!  

এই দৃশ্যের দেখা মিলেছে গড়াই নদীতে। পানির স্তর নেমে যাওয়ার ফলে, কখনো একটি, আবার কখনো একসঙ্গে তিনটি কুমিরের দেখা মিলছে।  এই উভচর প্রাণীটি দেখতে নদীর পাড়ে ভিড় করছেন আবার উৎসুক জনতা।  

স্থানীয়দের দাবি, অতি দ্রুত নদীর কুমিরগুলো উদ্ধার করে বড় নদীতে অবমুক্ত করতে হবে। বিষয়টি এরই মধ্যে বন বিভাগকে জানিয়ে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন। মানুষের জীবনের কথা বিবেচনা করে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা।  

গড়াই নদীতে এই চিত্র নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা। স্থবির হয়ে পড়েছে তাদের জনজীবন।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=iOnuiRuNmUk

শিলা ইসলাম

×