ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ধ্বংস করা হলো দুই কোটি টাকার মাদকদ্রব্য

প্রকাশিত: ১৮:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ধ্বংস করা হলো দুই কোটি টাকার মাদকদ্রব্য

ছবি: সংগৃহীত

সীমান্ত থেকে বিজিবির জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। 

নীলফামারি ৫৬ বিজিবি সদর দপ্তরে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীমান্তে মাদক ও চোরাচালান রোধের চেষ্টা চলছে।

বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গেল কয়েক মাসে জব্দ হয়েছে এসব মাদকদ্রব্য। এর মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মদ, ফেনসিডিল, কোকেন, ইয়াবা ও গাঁজাসহ নানা ধরনের মাদক। 

দুপুরে নীলফামারি ৫৬ বিজিবির সদর দপ্তরে প্রায় দুই কোটি টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।  

অনুষ্ঠানে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার বলেন, সীমান্তে মাদক চোরাচালান বন্ধ ও অনুপ্রবেশ রোধে কাজ করছে বিজিবি। 

বর্ডার পাহারা দেওয়ার পাশাপাশি, সেখানে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অবৈধ মালামাল দেশ থেকে বাইরে যেতে না পারে কিংবা বাইরে থেকে দেশের অভ্যন্তরে ঢুকতে না পারে, সেখানেও আমরা আমাদের দায়িত্ব শতভাগ নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে পালন করে থাকি।  

সূত্রঃ http://youtube.com/watch?v=BUTAk1zpNDw

শিলা ইসলাম

×