ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতির হুমকি।

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৮:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতির হুমকি।

ছ‌বি: সংগৃহীত

সম্প্রতি ম্যাটস্ ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদ এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সভা করেছে ডায়াবেটিক এ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুরের শিক্ষার্থী। অবিলম্বে দাবী পূরণ না হলে কর্ম বিরতিসহ নানা কর্মসূচি প্রদানের হুমকি দেয়া হয় প্রতিবাদ সভা থেকে।

বৃহস্পতিবার বিকেলে ডায়াবেটিক এ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুরের কনফারেন্স রুমে আয়োজিত প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র প্রতিনিধি রাজিব ইসলাম।

এ সময় ছাত্র প্রতিনিধি শরিফুল ইসলাম, মাসবুর আল জাবের, জহির উদ্দিন মাবের, রিফাত ইসলাম, কাজী তানসিব তীব্র ও মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ম্যাটসরা প্রেসক্রিপশন করায় অপ চিকিৎসার দার উন্মোচিত হয়েছে। এতে মানুষ ভুল চিকিৎসার শিকার হবে। ম্যাটস্ ডি এম এফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক গৃহিত সিদ্ধান্ত বাতিল ও মেডিকেল শিক্ষার্থীদের, ম্যাটসদের বিএমডিসি থেকে রেজিষ্টেশন দেয়া বাতিল করণসহ পাঁচ দফা দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হয়। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সকল অসঙ্গতি মূলোৎপাটন করতে প্রয়োজন স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন উল্লেখ করে তারা বলেন, প্রদত্ত ৫ দফা দাবিই পারে বাংলাদেশের স্বাস্থ্যখাতে একটি ইতিবাচক বিপ্লব সংগঠিত করতে। তারা মনে করেন দাবিগুলো বাস্তবায়ন হলে একদিকে যেমন স্বাস্থ্যখাতের অসঙ্গতি ও অস্থিতিশীলতা দূর হবে, অন্যদিকে ঠিক তেমনি এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে রোগীরা তথা দেশের সাধারণ জনগণ।

পাঁচ দফা দাবি সমূহ-

১. “MBBS/BDS ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না” BMDC এর উক্ত আইনের বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে ও BMDC রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS/BDS ডিগ্রীধারীদের দিতে হবে। ২০১০ সালে হাসিনা সরকার MATS দেরকে BMDC থেকে রেজিস্ট্রেশন দেয়া শুরু করেছে। এই MATS দের BMDC থেকে রেজিস্ট্রেশন দেয়া অবিলম্বে বন্ধ করতে হবে। 

২. উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ OTC Drug list update করতে হবে। MBBS ও BDS ছাড়া অন্য কেউ OTC list এর বাইরে drug prescribe করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফামেসিগুলো OTC list এর বাইরে কোন ওষুধ বিক্রি করতে পারবে না।

৩. স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে:

ক. দ্রুত ১০,০০০ জন ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে।

খ. প্রতিবছর ৪,০০০-৫,০০০ ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে।

গ ডাক্তারদের BCS এর বয়সসীমা ৩৪ বছর করতে হবে।

৪. সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS)ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহ বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে পাশ করা (MATS) শিক্ষার্থীদের SACMO পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

আমাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিগত কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ তো করেইনি, এমনকি দাবি বাস্তবায়নের জন্য কোন আশ্বাসও প্রদান করেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এরূপ আচরণ আমাদের ব্যথিত করেছে এবং আমরা মনে করি আমাদের দাবিগুলো বাস্তবায়নে অন্য কিছু নয় বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবই প্রতিবন্ধক। এমতাবস্থায় ৫ দফা যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর এর সকল শিক্ষার্থী অনিদিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন ঘোষণা করছে।
 

ইমরান

×