ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

শামীম রায়হান, নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ১৩:১৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৩:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ৩ টায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের মনু মেম্বারের ছেলে, প্রবাসী ফারুক হোসেনের বাড়িতে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ কুদ্দুস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামে বুধবার দিবাগত রাত ৩টার দিকে ১০/১২ জনের একদল অস্ত্রধারী ডাকাত প্রবাসী ফারুক হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাত দল প্রথমে তার দালানের মেইন গেইটের তালা ভেঙ্গে অস্ত্রের মুখে তার স্ত্রী মনিরা আক্তারের চোখ বেঁধে, তার সন্তানদের একটি রুমে আটকে রাখে। এসময় ডাকাত দল ঘরের আলমারি ভেঙে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণ  এবং দামী মোবাইল সেটসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজন টের পেয়ে চিৎকার করলে ডাকাতরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। 

প্রবাসীর স্ত্রী মনিরা আক্তার বলেন, ”অস্ত্রধারী ডাকাত দল মেইন গেইটের তালা ভেঙ্গে অস্ত্র তাক করে আমাদের চোখ বেঁধে একটা রুমে আটকে রেখে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, সাড়ে ৩ ভরি স্বর্ণ ও অন্যান্য জিনিস পত্র নিয়ে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তদন্ত করতে আসছে।”
 
দাউদকান্দি গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “ডাকাতির খবর পেয়ে সকালে আমার ফাঁড়ি থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ কুদ্দুস মিয়াকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠিয়েছি৷ আসলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”৷

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) মোঃ কুদ্দুস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ”প্রবাসীর স্ত্রী বলেছেন নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণ ডাকাতরা লুট করে নিয়ে গেছে। তবে কেউ আহত হয়নি। বিষয়টি আমরা তদন্ত করছি।”

মায়মুনা

×