ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ফরিদপুরে মানব পাচার সংক্রান্ত জেলা ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আবিদুর রহমান নিপু , ফরিদপুর

প্রকাশিত: ১৩:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ফরিদপুরে মানব পাচার সংক্রান্ত জেলা ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মানব পাচার সংক্রান্ত জেলা ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও উইনরক ইন্টারন্যাশনাল, আশ্বাস প্রকল্প ও ইনসিডিন বাংলাদেশের সহযোগিতায়, উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে মানব পাচার সংক্রান্ত জেলা ওরিয়েন্টেশন সভা ফরিদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুঃ জসীম উদ্দিন খান(অনলাইনে উপস্থিত) , অতিরিক্ত পুলিশ সুপার ‌ শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম,উইনরক ইন্টারন্যাশনাল পলিসি এডভোকেট স্পেশালিস্ট মৃন্ময় মহাজন, ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক মাসুদ আলী,ইনসিডিন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার
মোঃ রফিকুল ইসলাম খান সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন “অভিবাসনের অনেক ভুল মানব পাচারের সাথে সম্পর্কযুক্ত হয়ে থাকে। মানব পাচারে আক্রান্ত ব্যক্তিরা অভ্যন্তরীণ পাচার,আন্তঃ সীমান্ত পাচার সাগর পথে পাচার হয়ে থাকে ।

মানুষ যেখানেই অভিবাসনের সপ্ন দেখে পাচারকারী চক্র সেখানেই জাল বিস্তার করছে। বক্তারা বলেন ‌ মানবপাচারের পেছনে অর্থনৈতিক ও সামাজিক কারণ রয়েছে।জাতীয় কর্মপরিকল্পনা ২০২৫ অনু্যায়ী মানব পাচার প্রতিরোধে মূল লক্ষ্য ৫টি কারণ তুলে ধরা হয়।এছাড়া মানব পাচারে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বেশি ব্যবহার করা হচ্ছে।

মানব পাচার উদ্ধারকৃত ব্যক্তিরা যাতে পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এজন্য এ প্রোগ্রামের আওতায় যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
এছাড়া বর্তমানে এন্টি ট্রাফিকিং ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। ২০২৪ সাল পর্যন্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ফরিদপুরে মানব পাচারের মোট মামলা ৫৬ টি এবং মীমাংসকৃত মামলার সংখ্যা ১৩ টি।

পারস্পারিক সহযোগিতা ও সংযোগ জাতীয় রেফারেল কাঠামোর আওতায় সুরক্ষা কাঠামোকে শক্তিশালী করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

জাফরান

×