ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

সিগারেট চাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১২:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সিগারেট চাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

প্রতীকী অর্থে ব্যবহৃত

ফরিদপুর জেলার সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের মজিদ শেখের ছেলে ইউসুফ শেখ (৫৮) কে এলোপাথাড়ি কুপিয়ে যখম করেছে একই গ্রামের বদর বেপারীর লোকজন।


গত ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার সময় সিগারেট চাওয়াকে কেন্দ্র করে ইউসুফ শেখের বসত ঘরের ভিতর থেকে বদর বেপারীর লোকজন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে যখম করেছে পরে স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।


এব্যপারে ঘোড়াদহ গ্রামের সাবেক মেম্বার জলিল মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন গত ২৪ ফেব্রুয়ারী সোমবার আহত ইউসুফ শেখের বাড়ীতে একটি খাৎনা অনুষ্ঠানের আয়োজন করে পরেরদিন বদর বেপারীর লোকজন  ইউসুফ শেখের ছেলে ইকরামের সাথে সিগারেট চাওয়াকে কেন্দ্র করে সাব্বির বেপারী (১৮) পিতা- বদর বেপারী, মাহবুব পিতা- মাজেদ মন্ডল, লিমন, রাজু আহমেদ এর সাথে  ঘোড়াদহ বাজারে সন্ধার পরে ধাক্কাধাক্কি হয়। পরে ঘটনা সেখানেই মিমাংসার পরে রাতে ইউসুফের বাড়িতে গিয়ে কুপিয়ে যখম করে।
এ ঘটনায় আহত ইউসুফ শেখের পিতা এবং তার স্ত্রী, মেয়ে  উপস্থিত ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, বদর বেপারীর নেতৃত্বে বদর বেপারীর ছেলে সাব্বির, লিমন(১৮) মাহবুব মন্ডল উভয়  পিতা মাজেদ  মন্ডল, সুরুজ পিতা- শাহা আলম সহ ১০/১৫ জনের দেশীয় অস্ত্র ধারী লোকজন ঘারের ভিতর ঢুকে সাফ বাক্সের তালা ভেঙ্গে ২ লাখ ৮০ হাজার টাকা ইউসুফের মেয়ে অন্তরার হাতের সোনার চুড়ি,কানের দুল ছিনিয়ে নিয়ে যায়  এবং বাড়ি ঘরের আসবাব পত্র  ভাংচুর করে।


অভিযুক্ত বদর বেপারীর সাথে ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি এড়িয়ে যান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফরিদপুর কোতোয়ালি থানায় কোন মামলা হয়নি।

জাফরান

×