ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

ছাত্র অধিকার পরিষদের নেতা অন্তর আবার আন্দোলনে 

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২৩:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্র অধিকার পরিষদের নেতা অন্তর আবার আন্দোলনে 

সংবাদ সম্মেলন

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর ফের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন অনিয়ম দুর্নীতি প্রতিরোধের সঙ্গে জড়িতদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান, ক্ষতিগ্রস্তদের জমির মূল্যের সমপরিমাণ বিশেষ প্রণোদনা, পাওয়ার প্লান্টের দুর্নীতিবাজদের অপসারণসহ আট দফা দাবি নিয়ে অন্তর লিখিত বক্তব্য তুলে ধরেন।

বুধবার দুপুরে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে তিনি সংবাদ সম্মেলন করেন। এসময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফাতিমা তাসনিম বক্তব্য রাখেন। অন্তর বলেন, তাদের আট দফা দাবি বাস্তবায়ন করা হোক। পাশাপাশি এ দাবি আদায়ের আন্দোলনে অংশ নেওয়া মানুষকে পুলিশি হয়রাণি বন্ধ করা হোক- নইলে স্বেচ্ছায় কারবরণ করবেন। 

অন্তর জানান, সেপ্টেম্বরের ৫ তারিখের পরে ধাপে ধাপে এসব দাবি আদায়ে ৯-১০ বার বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। গত ৬ফেব্রুয়ারি রাতে অপহরণের চারদিন পরে অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ার পরে এই প্রথম আবার আট দফা দাবি আদায়ে সোচ্চার হয়েছেন। অন্তরের দাবি তার আন্দোলনের স্বপক্ষে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রাণি করা হচ্ছে। 

এসব বন্ধ করতে হবে। অন্তর নিজেও চরম নিরাপত্তাহীন রয়েছেন বলে দাবি করেন। বিদ্যুৎ প্লান্ট কেন্দ্রীক দুর্নীতিবাজ একটি চক্র ও স্ক্র্যাপ চুরির সাথে জড়িত চক্র এক হয়ে তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে আসছে বলে দাবি তার। নিজের অপহরণের ঘটনা নিয়ে এখনও নিজে নিরাপত্তাহীনভাবে দিন কাটাচ্ছেন। ভয়ে প্রকৃত সত্য পর্যন্ত বলতে পারছেন না-এমনটাই দাবি তার।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ফাতিমা তাসনিম বলেন, পটুয়াখালী-৪ (কলাপাড়া-পটুয়াখালী) আসন থেকে আমি আগামি সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী হওয়ায় আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে। আমি এখানকার মানুষের যৌক্তিক আন্দোলনে সমর্থন করেছি। এটিই আমার অপরাধ। একটি মহলের ষড়যন্ত্রে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এসব অপরাধ ও দুর্নীতিবিরোধী কর্মকান্ড প্রতিরোধে মানুষের পাশে থাকায় আমাদের নিরাপত্তা বিঘ্নিত- এমন পরিস্থিতির কারণে বর্তমান  সরকার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

শহীদ

×