ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

মধুর ক্যান্টিনে দুই গ্রুপের হাতাহাতি

সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

প্রকাশিত: ২৩:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নতুন ছাত্র সংসদের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়

শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক সংগঠনের ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার বিকেল চারটার দিকে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনের পাশে এসে হট্টগোল শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় মধুর ক্যান্টিনের ভেতরে  দুই গ্রুপকে পাল্টাপাল্টি স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে হাতাহাতি ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
এর আগে, ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে আত্মপ্রকাশ করে সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন। এই সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রিফাত রশীদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম, মুখ্য সংগঠক হিসেবে সমম্বয়ক তাহমীদ আল মোদাসসীর চৌধুরী এবং মুখপাত্র হিসেবে সমন্বয়ক আশরেফা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও প্রকাশ করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে সমন্বয়ক আব্দুল কাদের ও সদস্য সচিব হিসেবে সমন্বয়ক মহির আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে রাফিয়া রেহনুমা হৃদি দায়িত্ব পেয়েছেন। এ কমিটি আত্মপ্রকাশের আগে ও পরে কমিটিতে রিফাত রশিদকে রাখা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাবির শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। বিকেল তিনটায় সংবাদ সম্মেলনের কথা থাকলেও চারটার দিকেও দলের নেতারা মধুর ক্যান্টিনে উপস্থিত হননি। এমন সময় একদল শিক্ষার্থী নানা স্লোগান দেন।
মঞ্জুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের এখনো উত্তরার পূর্ব ও পশ্চিমে কমিটি দেওয়া হয়নি। তারা এখন নতুন দল ঘোষণা করতে চাচ্ছেন। এটা অবশ্যই বৈষম্য। 
নতুন ছাত্র সংগঠনের নীতি হবে স্টুডেন্টস ফাস্ট ও বাংলাদেশ ফাস্ট। ছাত্র-নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন তারা। নতুন ছাত্র সংগঠন কারও লেজুড়বৃত্তি করবে না। কোনো মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হবে।

×