ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে অবরোধ

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২১:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে অবরোধ

আওয়ামী লীগ সরকারের দায়ের করা মামলা প্রত্যাহার দাবি

বিগত আওয়ামী লীগ সরকারের সময় হেফাজতে ইসলাম-এর আলেম-ওলামা ও সাধারণ মানুষের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আলেম-ওলামা ও তৌহিদি জনতা। বুধবার সকাল ১০টা থেকে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি করেন তারা। এ সময় মহাসড়কের কয়েক কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়।

এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আগামী রবিবার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করবেন।

×