ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

খুন, ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া,  পটুয়াখালী

প্রকাশিত: ২১:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

খুন, ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ

ধর্ষকদের শাস্তি প্রকাশে করার দাবিতে বগুড়ার সাত মাথায় শিক্ষার্থীদের মানববন্ধন

সারাদেশে খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও ছিনতাইয়ে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থা ফেরানোর  দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মুখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। 
বুধবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়ার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে ধর্ষণ ও নির্যাতন বিরোধী এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলাপাড়া প্রেস ক্লাব চত্বর থেকে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে এ বিক্ষোভ মিছিল করেন।  মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, শিক্ষার্থী বায়েজিদ ও মিলা।

ইসলামপুরে রক্ত সৈনিক ফাউন্ডেশন 
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর (জামালপুর) থেকে থেকে জানান, দেশব্যাপী ধর্ষণ-ছিনতাইয়ের বিরুদ্ধে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইসলামপুর অডিটরিয়াাম সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে থানার গেটে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রক্ত সৈনিক ফাউন্ডেশন জামালপুর জেলা সভাপতি মানসূর আহমাদ আবির, উপদেষ্টা আলাল উদ্দিন, ইসলামপুর উপজেলা নারী বিষয়ক সম্পাদক জাফরিন নাহার জয়া, সদস্য রকিবুল ইসলাম প্রমুখ।

ধর্মপাশায় ছাত্রসমাজ
নিজস্ব সংবাদদাতা ধর্মপাশা, সুনামগঞ্জ ॥ সারাদেশে অব্যাহত ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে ধর্মপাশা উপজেলা ছাত্র সমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। 
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদর সরকারি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। পরিশেষে কলেজ হতে একটি বিক্ষোভ মিছিল পূর্ববাজার, পশ্চিম বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে মিছিলটি সমাপ্ত হয়।

×