ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

যৌথবাহিনীর অভিযানে বন্দুকসহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২১:২০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

যৌথবাহিনীর অভিযানে বন্দুকসহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার

হবিগঞ্জ জেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার রাতে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পাইকপাড়া এলাকা থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, যৌথবাহিনী গোপন সূত্রে জানতে পারে পাইকপাড়া এলাকায় একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদল বন্দুক ও গুলি ফেলে পালিয়ে যায়। বুধবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন।

 

×