ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

সাংবাদিক পেটানোর অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২১:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

সাংবাদিক পেটানোর অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে দৈনিক দেশবাংলার প্রতিনিধি সংবাদকর্মী মামুনের ওপর নৃশংস হামলার অভিযোগে বিএনপি নেতা জুবায়দুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের স্বাক্ষরিত এক প্রেস রিলিজে বহিষ্কার আদেশ প্রদান করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মামুন অর রশিদের ওপর জবায়দুল হক চৌধুরীর নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয়। বর্তমানে তিনি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় তিনি রুহিয়া থানার একটি মামলা দায়ের করেন।
রুহিয়া থানার ওসি এ কে এম নাজমুল কাদের বলেন, সাংবাদিক মামুনের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

×