ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি মামলায় তিনজন রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

প্রকাশিত: ২০:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি মামলায় তিনজন রিমান্ডে

রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদের মধ্যে আসামি আলমগীর শেখ (৩৪) ছয় দিনের এবং তার আপন ভাই রাজিব হোসেন শেখকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। টাঙ্গাইলের মির্জাপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রুমি খাতুন শুনানি শেষে মঙ্গলবার বিকেলে এ রিমান্ড মঞ্জুর করেন। পরে সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ দুজনকে তাদের হেফাজতে নেয়।
এদিকে এ ঘটনায় গ্রেপ্তারকৃত শহিদুল ইসলামকে বুধবার আবারও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গোয়েন্দা পুলিশ ৫ দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে তাকে মির্জাপুর আমলি আদালতে হাজির করে। আরও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট মোসাম্মৎ রুমি খাতুন ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃত অপর দুজন মো. সবুজ ও শরিফুজ্জামান ওই দিনই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। বর্তমানে তার টাঙ্গাইল কারাগারে রয়েছে। ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মোট ৫ জন গ্রেপ্তার হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসানুজ্জামান তথ্যগুলো নিশ্চিত করেছেন।
বাসে ডাকাতির ঘটনায় আটক আরও ২

টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের চারটি বাস ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তার করতে গোয়েন্দা ও থানা পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, নাটোরে শিক্ষা সফর শেষে ঘাটাইল থানায় এসে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মামলা দায়ের করা হয়। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ঘাটাইল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ করছে।

×