ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

গাবতলী-চাষাড়া রুটে নগর পরিবহনের এসি বাসে ভাঙচুর করেছে লেগুনা শ্রমিকরা

প্রকাশিত: ২০:৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

গাবতলী-চাষাড়া রুটে নগর পরিবহনের এসি বাসে ভাঙচুর করেছে লেগুনা শ্রমিকরা

রাজধানীর গাবতলী থেকে নারায়ণগঞ্জের চাষাড়া রুটে নতুন চালু হওয়া ঢাকা নগর পরিবহনের এসি বাসে ভাঙচুর চালিয়েছে লেগুনা শ্রমিকরা। বুধবার বেলা পৌনে ১২ টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া কাউন্টারে ভাঙচুর চালায় একদল লোক। এ সময় তারা ঢাকা মেট্রো-ব ১৫৮২৮৩ এই নাম্বারের নগর পরিবহনের বাসের প্রবেশ গেটের গ্লাস ভাঙচুর করে ও ঢাকা নগর পরিবহন নামের ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলে। এছাড়া কাউন্টারে কর্মরত লোকদের মারধর করে বাস কাউন্টার বন্ধ করে দেয়া হয়। পরবর্তিতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় বুধবার বিকেল ৩ টায় পুনরায় বাস সার্ভিস চালু হয় বলে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)’র সূত্রে জানায়।

এ বিষয়ে ডিটিসিএ’র ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম জনকণ্ঠকে বলেন, ‘গাবতলী-চাষাড়া রুটে নতুন চালু হওয়া ঢাকা নগর পরিবহনের এসি বাসে একটু ঝামেলা হয়েছে। বুধবার দুপুরের দিকে স্থানীয় লেগুনা শ্রমিকরা বাস চলাচলে বাধা দিয়েছিলো। পরিবর্তিতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় গাড়ী পুনরায় চালু করা হয়েছে।’ 

এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জনকণ্ঠকে বলেন, ‘ঢাকা নগর পরিবহন এসি বাস সার্ভিসটি মঙ্গলবার চালু হয়েছে। বাস চলাচল নিয়ে কোম্পানীর মালিক পক্ষের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। তাই বাস চলাচল বন্ধ রয়েছে।’

তবে ঢাকা নগর পরিবহন এসি বাস সার্ভিসের মালিক পক্ষ বললেন ভিন্ন কথা। এ বিষয়ে ঢাকা নগর পরিবহন এসি সার্ভিস কোম্পানীর চেয়ারম্যান শাহ মুহাম্মদ আজিজুর আনসারী জনকণ্ঠকে বলেন, ‘মঙ্গলবার থেকে গাবতলী-চাষাড়া রুটে ২০ টি বাস দিয়ে ঢাকা নগর পরিবহন এসি সার্ভিস চালু করা হয়েছে। ডিটিসিএ’র সমন্বয়ে এই বাস সার্ভিস পরিচালনা করা হচ্ছে। কিন্তু বুধবার দুপুরের দিকে হঠাৎ করে কিছু লোক এসে আমাদের চাষাড়া কাউন্টার ভাঙচুর করে। একটি এসি বাসের গ্লাস ভেঙে দেয়। বাস চলাচলে তাদের অনুমতি নেয়া হয় নি বলে তারা দাবী জানান। এ বিষয়ে ডিটিসিএ’র সঙ্গে যোগাযোগ করা হলে পরবর্তিতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় বিকেল ৩ টা থেকে বাস পুনরায় চলাচল শুরু হয়।’  

ডিটিসিএ’র সূত্র জানায়, মঙ্গলবার রাজধানীর গাবতলী থেকে নারায়ণগঞ্জের চাষাড়া পর্যন্ত সবুজ রঙের (সংশোধিত) ২১ রুট চালু করা হয় ঢাকা নগর পরিবহনের সাদা রঙের এসি বাস সার্ভিস। বাসটি গাবতলী থেকে শুরু হয়ে শ্যামলী, কলাবাগান, সাইন্স ল্যাব, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, হানিফ ফ্লাইওভার দিয়ে কাজলা, সাইন বোর্ড হয়ে নারায়নগঞ্জের চাষাড়া চলাচল করছে। গাবতলী-চাষাড়া পর্যন্ত ৩১ কিলোমিটার পথে ২০ বাস স্টপিজ নির্ধারণ করা হয়েছে। এই বাস সার্ভিসে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ২০ টাকা। প্রতি কিলোমিটার ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ হিসেবে গাবতলী থেকে চাষাড়া পর্যন্ত বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৭২ টাকা। কিন্তু সার্ভিস উদ্বোধন উপলক্ষ্যে এই ভাড়া কিছুটা কম নেয়া হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।

 

আকাশ/রাজু

×