ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

দাম না বাড়িয়ে, গ্যাস চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

প্রকাশিত: ১৮:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

দাম না বাড়িয়ে, গ্যাস চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

ছবি: সংগৃহীত

গ্যাসের দাম বাড়ানোর শুনানীতে নজিরবিহীন তোপের মুখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানীকে গণবিরোধী আখ্যা দিয়ে মাঝপথেই তা বন্ধের জোরালো দাবি জানান অংশীজনরা। 

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে বেআইনি ও গণবিরোধী আখ্যা দেওয়া হয়। শুনানিতে নতুন ও পুরনো শিল্পগ্রাহকদের জন্য দুই ধরনের দাম বৈষম্যমূলক আখ্যা দেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। বলেন, গ্যাসের দাম বাড়ালে ধ্বস নামবে শিল্প খাতে, হুমকির মুখে পড়বে বিনিয়োগ।

এদিকে, গ্যাসের দাম বাড়ানোর শুনানী বাতিলের দাবিতে অডিটোরিয়ামের বাইরে মানববন্ধন করেছে কনজিউমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব)। দাম না বাড়িয়ে গ্যাস চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা। 

একজন বক্তা বলেন, স্পষ্ট দাবি বিআরসির কাছে: বিগত ১৫ বছরের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের সমন্বয়কৃত লুন্ঠনের ব্যয় সর্বমোট পরিমাণ নির্ধারণ করে বিদ্যমান মূল্য হারে সমন্বয়কৃত লুন্ঠনমূলক ব্যয় কমিয়ে মূল্য হার কমাতে হবে। 
দাম বাড়ালে, আদালতে যাওয়ার হুশিয়ারি দেন ভুক্ত অধিকার সংগঠন ক্যাব নিয়ে কাজ করা সংগঠনটির নেতারা।

শিলা ইসলাম

×