ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

মাদক নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬

নিজস্ব সংবাদদাতা, সাভার।

প্রকাশিত: ১৭:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

মাদক নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬

ছবিঃ সংগৃহীত

আশুলিয়ায় মাদক নিয়ে বিরোধের জেরে মোমেনুল ইসলাম মোমিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার গাজীরচট বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোমেনুল ইসলাম মোমিন (২৮) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার খাস দাউদপুর এলাকার আজাহারের ছেলে। সে পরিবারের সাথে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় বসবাস করতো।  

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ নাজমুল (১৮), আশিকুল ইসলাম আসিফ (২২), মো: আলিফ (১৮), রমজান (২৬),  মো: ইব্রাহিমসহ (৪৮) এক কিশোর।  

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা নিয়ে রুবেল ও মোমিনের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। মাদক ব্যবসায়ী রুবেল তার পক্ষ থেকে মোমিনকে মাদক বিক্রির প্রস্তাব দিয়েছিল। মোমিন সেই প্রস্তাবে রাজি না হওয়ায় এদিন রাতে তাকে কুপিয়ে আহত করে রুবেলসহ তার লোকজন। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোমিনকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।  

রিফাত

×