ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

চুরির উৎসব করেছে বিগত সরকার: শফিকুল আলম

প্রকাশিত: ১৫:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

চুরির উৎসব করেছে বিগত সরকার: শফিকুল আলম

ছবিঃ সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এক সভায় প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিগত সরকারের আমলে গ্যাস খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, শুধু গ্যাস খাতে নয়, সরকারের উদ্যোগে নির্মিত মডেল মসজিদগুলোতেও কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, যা ছিলো সম্পূর্ণ অনৈতিক।

প্রেস সচিব জানান, যেখানে মাত্র ৩-৪ কোটি টাকায় একটি মসজিদ নির্মাণ সম্ভব, সেখানে ১৫-১৬ কোটি টাকায় একে নির্মাণ করার ফলে এই প্রকল্পটি দুর্নীতির এক বিশাল উৎসবে পরিণত হয়েছে। তিনি বলেন, “৫৬০টি মসজিদ নির্মাণ করার পর এত বিশাল পরিমাণে দুর্নীতি ছিল না।”

শফিকুল আলম আরও বলেন, সরকারের মূল কাজ ছিল সাধারণ মানুষের ধর্মীয় সেবা নিশ্চিত করা, তবে মডেল মসজিদ নির্মাণের নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় এবং দুর্নীতির ঘটনা ঘটে, যা দেশের অর্থনৈতিক পরিস্থিতির জন্য ক্ষতিকর।

আসিফ

×