ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

প্রধান উপদেষ্টাকে রোহিঙ্গা সংকটে সহায়তার আশ্বাস দিয়ে জাতিসংঘের মহাসচিবের  চিঠি

প্রকাশিত: ১২:৪৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:৫৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রধান উপদেষ্টাকে রোহিঙ্গা সংকটে সহায়তার আশ্বাস দিয়ে জাতিসংঘের মহাসচিবের  চিঠি

ছবি:সংগৃহীত

প্রধান উপদেষ্টাকে রোহিঙ্গা সংকটে সহায়তার আশ্বাস দিয়ে জাতিসংঘের মহাসচিবের  চিঠি

বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকটে সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে লেখা এক চিঠিতে এ আশ্বাস দেন। 

 

 

 

 

চিঠিতে তিনি বাংলাদেশে রোহিঙ্গা সংকটের প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগের বিষয়টি স্বীকার করেন। এর আগে, ৪ ফেব্রুয়ারি, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেন জাতিসংঘ মহাসচিব।

গুতেরেস বলেন, “আমি বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং আপনার নেতৃত্বে রূপান্তর প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে চাই। আমি আপনার উদ্বেগের বিষয়টি স্বীকার করি এবং বাংলাদেশকে রোহিঙ্গাদের আতিথেয়তা দেওয়ার জন্য সমর্থন জানাতে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করবে।"

 

 

 

 

তিনি আরও বলেন, “রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আঞ্চলিক পক্ষ, আসিয়ান এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করাও আমাদের লক্ষ্য।”

মহাসচিব আরও জানান, তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন, যাতে বাংলাদেশ ও মিয়ানমারে জাতিসংঘের কান্ট্রি টিম মানবিক সাহায্য ও জীবিকার সহায়তা সর্বোচ্চভাবে প্রদান করতে পারে। 

 

 

 

তিনি আশা প্রকাশ করেন যে, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিষয়ে আয়োজিত সম্মেলনটি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে এবং এই বিষয়ে সমাধান খুঁজে বের করার সুযোগ সৃষ্টি করবে।

 

 

 

 

এ সময় তিনি জানান, আগামী ১৩ থেকে ১৬ মার্চ রমজান মাসে বাংলাদেশ সফরের সময় দুজনের আলোচনা আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আঁখি

×