ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

আ. লীগের দোসর এই কথাটা বলার আগে আয়নার সামনে দাঁড়াতে হবে: গোলাম মুর্তজা

প্রকাশিত: ১২:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আ. লীগের দোসর এই কথাটা বলার আগে আয়নার সামনে দাঁড়াতে হবে: গোলাম মুর্তজা

ছবি:সংগৃহীত

আ. লীগের দোসর এই কথাটা বলার আগে আয়নার সামনে দাঁড়াতে হবে: গোলাম মুর্তজা

ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শো-এ বক্তব্য দেন, যেখানে তিনি বলেন, "৬ মাস হয়ে গেছে, এটা সত্যি। তবে একটি স্বাধীন দেশের প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় যদি পুলিশ বাহিনী থাকে, তবে সেটিকে সঠিকভাবে পরিচালনা করা খুবই কঠিন।

 

 

 

 

কারণ, কেউ পালিয়েছে, কেউ চাকরিচ্যুত হয়েছে, এবং গত ১৫/১৬ বছরে আওয়ামী লীগ এর দোসরদের চিহ্নিত করা অত্যন্ত কঠিন। ফলে, পুলিশ বাহিনীকে পুরোপুরি সক্রিয় করা যাচ্ছে না। তবে সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে কিছুটা সক্রিয় করা সম্ভব হয়েছে।"

তিনি আরও বলেন, "আমার মতে, যদি বারবার কিছু বলা হয়, কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়, তবে জনগণের মধ্যে বিরক্তি তৈরি হয়।

 

 

 

উদাহরণ হিসেবে তিনি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের ফাঁস হওয়া অডিও প্রসঙ্গ তুলে বলেন, 'যদি রাজধানীতে আমরা দিনে থাকতে না পারি, তবে রাতের বেলায় রাজধানী বাসী কীভাবে শান্তিতে ঘুমাবে?' তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, 'স্বরাষ্ট্র উপদেষ্টা ওই অডিওর ব্যাপারে কোন উদ্যোগ নেননি।' যদি তিনি উদ্যোগ নিতেন, তবে তিনি ওই অডিওর উৎস অনুসন্ধান করতেন। যেমন, জাহাঙ্গীর ওই অডিওতে বলেছিলেন, 'আমরা দল ঠিক করেছি, হুকুম দিলেই দল নেমে আসবে।' এই বিষয়গুলো নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অনুসন্ধান করা উচিত ছিল এবং এর উৎস খুঁজে বের করা প্রয়োজন ছিল।"

 

 

 

 

 

তিনি আরো বলেন, "আমরা সুনির্দিষ্ট কোন পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সঠিক জায়গায় কাজ না করে, আওয়ামী লীগের দোসরদের কথা বললে দেশের জনগণ বিরক্ত হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও, আওয়ামী লীগের দোসররা কেন কাজ করবে? তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন না কেন? এই প্রশ্নের আগে, আওয়ামী লীগের দোসরদের কথা বলার আগে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে হবে।"

আঁখি

×