ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

মদের বারের চুলা থেকে আগুন : জামান টাওয়ারের অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৯:৩৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

মদের বারের চুলা থেকে আগুন : জামান টাওয়ারের অগ্নিকাণ্ড

ছবি:সংগৃহীত

মদের বারের চুলা থেকে আগুন : জামান টাওয়ারের অগ্নিকাণ্ড

জামান টাওয়ার অগ্নিকাণ্ডে প্রত্যক্ষদর্শী  এক ব্যাবসায়ী জানান,  আমি তাদের ব্যাক্তিগতভাবে নিজে গিয়ে বলেছি, এখানে একটি মদের বার থাকায় সন্ধ্যার সময় আজেবাজে লোক আসে।

 

 

 

মদের বারে সারারাত চুলা জ্বলে, খাওয়া দাওয়া হয়, সেখান থেকেই আগুনের সূত্রপাত। ম্যানেজমেন্টে কে বহুবার জানানোর পরেও তারা কোন উদ্যোগ নেয় নি। এটা একদিনে হয় নি। কর্তৃপক্ষের প্রশ্রয়ে এটি দীর্ঘদিন ধরে চলে আসছে।
সকল ব্যাবসায়ীরা একত্রে এ বিষয়ে অভিযোগ করা স্বত্তেও বার কর্তৃপক্ষ তা আমলে নেন নি।

আঁখি

×