ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

ইন্টার্ন চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউনে’ দুর্ভোগে রোগীরা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২৩:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ইন্টার্ন চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউনে’ দুর্ভোগে রোগীরা

পাঁচ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা কার্যক্রম

পাঁচ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত থাকায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা ভোগান্তিতে পড়েছেন। উত্তরবঙ্গের বৃহৎ এই হাসপাতালটিতে ইন্টার্ন চিকিৎসকেরা দিন-রাত পালা করে ডিউটি করে থাকেন। তবে তাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন রোগীরা।

ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, দাবি আদায় না হলে তারা ওয়ার্ডে ফিরবেন না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ইন্টার্ন চিকিৎসকেরা না থাকার কারণে রোগীদের দুর্ভোগ হচ্ছে- এটা ঠিক। তবে অন্য চিকিৎসকদের দিয়ে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।

গত রবিাবর থেকে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। সর্বশেষ নিজেদের দাবি আদায়ে ইন্টার্ন চিকিৎসকেরা মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজের সামনে তারা এই বিক্ষোভ করেন। এতে একাত্মতা ঘোষণা করে অংশ নেন রাজশাহী মেডিক্যাল কলেজের অন্য শিক্ষার্থীরাও।
মানববন্ধন থেকে এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রি ব্যতীত কেউ নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার না করা, বিএমডিসির বিরুদ্ধে করা রিট দ্রুত প্রত্যাহার, আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করা, এমটিএস ও নি¤œমানের মেডিক্যাল কলেজ বন্ধ করা ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মো. আব্দুল্লাহ বলেন, দাবি পূরণে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে আশ্বাস পাওয়া যায়নি। দাবি আদায় না হলে তারা কাজে ফিরবেন না। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের কিছুটা দুর্ভোগ হচ্ছে। তবে ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক। তাদের দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে। আমরা অন্য চিকিৎসকদের দিয়ে হাসপাতাল চালাচ্ছি।

টাঙ্গাইল মেডিক্যাল শিক্ষার্থীদের মশাল মিছিল
নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল থেকে জানান, ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে ও ৫ দফা দাবিতে টাঙ্গাইলে মশাল মিছিল করেছে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ চত্বর থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে গিয়ে  বিক্ষোভ করে শিক্ষার্থীরা। 

শেবামেকের শাটডাউন প্রত্যাহার
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, শিক্ষক সংকট নিরসনে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের (শেবামেক) শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। শিক্ষক নিয়োগের নতুন প্রজ্ঞাপন পেয়ে এ শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ৫৩ ব্যাচের শিক্ষার্থী আজিমুল ইসলাম জুনায়েত।

×