ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ভাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

প্রকাশিত: ২৩:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ভাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগ, শিক্ষক গ্রেফতার

গ্রেফতারকৃত শিক্ষক

ফরিদপুরের ভাঙ্গায় নিজ বিদ্যালয়ের এক শিক্ষাথীকে শ্লীলতাহানি করায় শিক্ষক এর বিচারের দাবীতে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ঘটনার সাথে জড়িত  ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রেণি শিক্ষক ও কম্পিউটার অপারেটরকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। 

এ ঘটনায় শ্লীলতাহানীর শিকার শিক্ষার্থীর নানা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত প্রধান আসামি সবুজ হাওলাদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিরা হলেন কম্পিউটার অপারেটর বশিরউল্লাহ ও প্রধান শিক্ষকের সহযোগী জনি।  

অভিযোগ সূত্রে জানা যায়, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল দশটা ৪৮ মিনিটে ক্লাস শিক্ষক সবুজ হাওলাদার স্কুলের কম্পিউটার অপারেটর বশীরউল্লাহর যোগসাজসে একটি কক্ষে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ভাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের কাছে জড়িতদের শাস্তির দাবি জানান। স্কুলের প্রধান শিক্ষক হায়দার হোসেন জানান, এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে খন্ডকালীন দুইজন কম্পিউটার অপারেটর সবুজ হাওলাদার ও বশীরউল্লাহকে মঙ্গলবার সকালে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ।

ভাঙ্গা থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) লোকমান হোসেন বলেন, একজন শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে একটি অভিযোগ পেয়েছি এবং প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

শহীদ

সম্পর্কিত বিষয়:

×