ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

ধর্ষণের প্রতিবাদে আইডিয়াল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ২২:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ধর্ষণের প্রতিবাদে আইডিয়াল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ধর্ষকদের বিচার ও নারীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কলেজের সামনে সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করে।

সাম্প্রতিক সময়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণ বাড়ছে বলে মনে করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জোর দাবি জানান।

এছাড়া কর্মসূচি পালনের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে ও হাতে লেখা পোস্টার  নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নসহ নারীদের নিরাপত্তার দাবি তুলে ধরেন।

রাকিব

×