ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

ছিনতাইকারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে নারী নিহত

প্রকাশিত: ২২:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ছিনতাইকারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে নারী নিহত

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে দুই হাজার টাকা ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আক্তার হোসেন জানান, সন্ধ্যায় তিনি তার মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার পথে ছিনতাইকারীরা তার স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। তারা তার কাছে থাকা ২ হাজার টাকা ও কানের দুল ছিনিয়ে নেয়। আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সিমা বেগমের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার বাড়ি মাদারীপুর জেলার সদর থানার বড়কান্দি এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কেরানীগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দায়ীদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে।

এম.কে.

×