ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

চট্টগ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গান নিয়ে সঙ্গীত আয়োজন "এমনি মায়ার ছলনা..."

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২২:১১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:১২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গান নিয়ে সঙ্গীত আয়োজন 

বাঙালি জীবনের বাঁকে বাঁকে বিশ্ব কবি রবীন্দ্রনাথের হাতছানি রয়েছে পরম মমতায়। কবি নাটককে গীতসিগ্ধ করার জন্য সঙ্গীতের অকৃপণ ব্যবহার করেছেন। সঙ্গীত তাঁর নাটকে একটি বিশিষ্ট মাত্রা যোজনা করেছে।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে 'অভ্যুদয় সংগীত অঙ্গন'  রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে প্রেমের গান নিয়ে সংগীত অনুষ্ঠানের আয়োজন করেন তাদের ১৭ তম বর্ষে।

এমনি মায়ার ছলনা... শীর্ষক সংগীত অনুষ্ঠানে শিল্পীরা 'তোমায় গান শোনাব, তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো দুঃখ জাগানিয়া,  ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, মায়া বন বিহারিণী' গেয়ে শোনান।

'চক্ষে আমার তৃষ্ণা ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে', 'বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আর কি সাজে', 'প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পরে কে জানে', 'ঘরেতে ভ্রমর এলো গুন গুনিয়ে',  'আমি জেনে শুনে বিষ করেছি পান', 'আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি' ও 'মায়া বন বিহারিনী' গেয়ে শোনান অভ্যুদয়ের শিল্পীরা।

এর আগে  শিশু দল 'কিচিরমিচির ও উচ্ছ্বাস' এর ক্ষুদে শিল্পীদের   'আমরা চিত্র অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্রসহ কয়েকটি গান দিয়ে শুরু হয় এ সঙ্গীত অনুষ্ঠান।

শিল্পী শ্রেয়সী রায়ের 'দেখো সখা, ভুল করে ভালোবেস না, আমি ভালো বাসি বলে, কাছে এসো না' দর্শকদের বিমোহিত করে রবীন্দ্রনাথের প্রেম ও বিরহ ভাবনায়।
'তৃষ্ণারও কান্তি' এবং 'এরা সুখের লাগি চাহে প্রেম, সুখ মেলে না' গানের মধ্যে দিয়ে শেষ হয় অভ্যুদয় সঙ্গীত অঙ্গনের আয়োজন।
অনির্বাণ ভট্টাচার্য্যর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শৈবাল বড়ুয়া। অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা ও পরিকল্পনা করেন শিল্পী শ্রেয়সী রায়।

 

রাজু

×