ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে শ্বশুর বাড়িতে গণধোলাই

প্রকাশিত: ২১:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে শ্বশুর বাড়িতে গণধোলাই

জয়পুরহাটে শ্বশুর বাড়িতে আত্মগোপনে থাকা কালাই উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল ইসলাম তৌহিদকে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিয়ালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তৌহিদ কালাই পৌরশহরের পূর্বপাড়া মহল্লার মো. মাহতাব হোসেনের ছেলে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। 

স্থানীয়রা জানান, মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারে শ্বশুর ফজলে এলাহি তোতার বাড়িতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তৌফিকুল ইসলাম তৌহিদ। বিষয়টি স্থানীয় জনতা জানতে পেরে সোমবার রাতে তাকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি বলেন, তৌহিদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।

সজিব

×