ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

আ. লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আটক

নিজস্ব সংবাদদাতা,আড়াইহাজার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:১২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আ. লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আটক

ছবি: আ. লীগ নেতা ও ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়া

আড়াইহাজারের আওয়ামী লীগ নেতা ও ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ তাকে উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত লাক মিয়া উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোপিন্দী গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। তিনি আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও একজন শিল্পপতি।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী হাসান বলেন, "গোপনে সংবাদ আসে লাক মিয়া চেয়ারম্যান সংশ্লিষ্ট রাস্তা দিয়ে তার বাড়ী আড়াইহাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ওই সংবাদের ভিত্তিতে আমি ফোর্স নিয়ে তাকে আটক করি। তার বিরুদ্ধে হত্যাসহ ৯ টি  মামলা রয়েছে।"

তিনি আরও জানান, লাক মিয়ার বিরুদ্ধে টাকা দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করারও অভিযোগ রয়েছে। তাছাড়াও ভূমিদস্যুতার অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে এলাকার নিরীহ মানুষের জমি দখল করার অসংখ্য অভিযোগ রয়েছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, "সার্কেল স্যার তাকে আটক করার পর আমরা পুলিশ পাঠিয়ে তাকে আড়াইহাজার থানায় নিয়ে আসি। এ বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

এমটি

×