ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

পুলিশের দুই এসআই আহত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে

প্রকাশিত: ১৯:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

পুলিশের দুই এসআই আহত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে

ছবি : সংগৃহীত

 চট্টগ্রাম নগরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। তাঁরা হলেন নগরের ডবলমুরিং থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আহলাত ইবনে জামিল ও মো. নজরুল ইসলাম। একই সঙ্গে মো. তারেক, মো. জুয়েল ও জাহেদুল ইসলাম নামের তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নগরের ডবলমুরিং থানার বারিক বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটেছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বারিক বিল্ডিং মোড়ে একটি টিনশেড ঘরে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির জেরে ছিনতাইকারীদের মধ্যে হাতাহাতি চলছে। থানার দুই এসআই ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটকের চেষ্টা করেন। ওই সময় দুই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন ছিনতাইকারীরা। অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা গেলেও কয়েকজন পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ওসি রফিক আহমদ আরও জানান, দুই পুলিশ কর্মকর্তা আহত হওয়ার বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। তাঁদের কাছ থেকে ২ লাখ ১২ হাজার টাকা ও ছিনতাইয়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, ভাগ-বাঁটোয়ারা একপর্যায়ে তারেকের মাথায় ছুরিকাঘাত করেন সঙ্গী ছিনতাইকারীরা। আহত পুলিশ দুই সদস্য ও একজন ছিনতাইকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সূত্র:https://www.prothomalo.com/bangladesh/district/0biyb4d911

ফয়সাল

×