ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে ছাত্রদল নেতাকে আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে ছাত্রদল নেতাকে আটক

ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম সরকারি কলেজে কম টাকায় ফরম পূরণের জন্য টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগে কলেজের ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভুক্তভোগী শিক্ষার্থীরা তাকে কলেজের আবাসিক হলের একটি কক্ষে আটক করে রাখেন।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সরকারি কলেজের বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে কম টাকায় অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের জন্য টাকা নেন আকাশ। প্রায় ৯৮ জনের কাছ থেকে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তিনি।

পরে আকাশের বড় ভাই আরিফুজ্জামান আপেল কলেজ ছাত্রাবাসে পৌঁছে শিক্ষার্থীদের ফরম পূরণ করে দেওয়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। তবে ফরম পূরণ না হওয়া পর্যন্ত আকাশকে অবরুদ্ধ করে রাখা হবে বলে জানিয়ে দেন শিক্ষার্থীরা।

এদিকে এই ঘটনায় আকাশকে ছাত্রদলের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়।

সূত্র: https://tinyurl.com/4rfmp9b7

এমটি

×