ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

বান্দরবানের লামায় রিসোর্টে মদ্যপানে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৪:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বান্দরবানের লামায় রিসোর্টে মদ্যপানে যুবকের মৃত্যু

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা এলাকার রয়েল হিল রিসোর্টে অতিরিক্ত মদ্যপানে নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার মিরিঞ্জা এলাকার রয়েল হিল রিসোর্টে এঘটনা ঘটে।

নিহত নূরুল আলম (৩৩) লামা পৌর সভার ৮ নম্বর ওয়ার্ড লাইনঝিরি এলাকার মোহাম্মদ হারুনের ছেলে।

স্থানীয়রা জানায়, রয়েল হিল রিসোর্টটিতে প্রায়ই মদ ও জুয়ার আসর বসানো হয়। এ অবস্থায় সোমবারও সন্ধ্যার পরে কয়েক জন বন্ধু বান্ধব মিলে মদ্যপানের আসর বসায় হোটেলটিতে। সেখানে অতিরিক্ত মদপানের ফলে অসুস্থ হয়ে পড়ে নূরুল আলম। পরে তাকে চিকিৎসার জন্য লামা হাসপাতালে ভর্তি  করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক লামা পৌর শ্রমিক দলের এক নেতা বলেন, রাতে তারা কয়েকজন মিলে রয়েল হিল রিসোর্টটিতে মদের আসর বসান। সেখানে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েন নূরুল আলম। সেখান দীর্ঘসময় ধরে রেখে দেওয়া হয় তাকে। পরে ভোরেরদিকে প্রথমে লামা হাসপাতালে ভর্তি করানোর পর পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অতিরিক্ত মদ্যপানের পর সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তিনি।

হোটেলটির মালিক মো. রাসেল বিষয়টি অস্বীকার করে বলেন, নুরুল আলম হোটেলে নয়  বরং নিজের ঘরে অসুস্থ হয়েছেন বলে দাবি করেন তিনি।

লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুলেমান আহম্মেদ জানান, ভোর ৫ টা  ২০ মিনিটে নুরুল আলম নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করান তার বন্ধুরা । তার শরীর থেকে মদের ঘ্রাণ পাচ্ছিল চিকিৎসক। তবে  হাসপাতালে ভর্তির আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, হোটেলটির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে অইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সজিব

×